Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

  ১.  সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রথম এমপিওভুক্তির জন্য নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্যাদি ও মতামতসহ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাঅধিদপ্তর এবং আঞ্চলিক উপ পরিচালকের দপ্তরে প্রেরণ।

   ২.  উপযুক্ত অভিযোগের ভিত্তিতে বেসরকারি স্কুল ও মাদ্রাসা পরিদর্শন এবং পরিদর্শনের পর অভিযোগের বিষয়ে প্রমাণাদি সহকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট

        সুপারিশ প্রেরণ।

  ৩.  ব্যানবেইস নির্দেশিত শুমারি/জরিপ, স্টাডি, তথ্যানুসন্ধান, কর্মশালা, ডাটা মনিটরিং, স্থানীয় প্রশিক্ষণ, ফোকাস গ্রুপ ডিসকাশন এবং অন্যান্য কাজ

        নির্ধারিত সময়ে সম্পন্ন হওয়া নিশ্চিত করা।

  ৪.  চিঠিপত্রের জবাব ।

  ৫.  নতুন এমপিও, এমপিওতে ভুল সংশোধনের আবেদন প্রেরণ ।

  ৬.  নিম্নমাধ্যমিক, মাধ্যমিক স্কুলের  যাবতীয় তথ্য EMIS Form এ ডাটা এন্ট্রি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষাঅধিদপ্তর, ঢাকায় প্রেরণ।

  ৭.  ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিবিধ কাজ।